৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুণ, গুজবে কান দেবেন না: সারজিস আলম

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ২০, ২০২৪
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুণ, গুজবে কান দেবেন না: সারজিস আলম
| ছবি : অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুণ, গুজবে কান দেবেন না: সারজিস আলম

রবিবার (২০ অক্টোবর) পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থীদেরকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, 'যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে। ভবিষ্যতে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, অন্যায়, অনিয়ম, দুর্নীতি করে অথবা সুদ, ঘুষ, মাদকের সাথে জড়িত হয়, তার বিরুদ্ধে গঠনমূলক প্রতিবাদ করতে হবে।'

সারজিস আলম শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, 'প্রতিবাদ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের জন্য যা যা করা দরকার আমরা তা করব। তবে কোনো গুজবে কান দেওয়া যাবে না।' তিনি দেশের পরিস্থিতি ও প্রশাসন নিয়ে অতীতের কথা স্মরণ করে বলেন, 'বিগত ষোল বছরে এ নিয়ে কথা বলতে অনেকবার ভাবতে হত। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।'

২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে সারজিস বলেন, 'আন্দোলনে অংশ নেওয়া অনেকের হাত-পা হারিয়ে গেছে। কেউ কেউ আর পৃথিবীর আলো দেখতে পারেনি, হাঁটতে পারেনি। শহীদের সংখ্যা দুই হাজারেরও বেশি। আহতের সংখ্যা প্রায় ৪০ থেকে ৫০ হাজার। জনগণের সরকার কখনো জনগণের ওপর অত্যাচার করতে পারে না। কিন্তু তাদের কাছে ক্ষমতার মূল্য জনগণের চেয়ে অনেক বেশি ছিল।'

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী, সিনিয়র সহকারী শিক্ষক শহীদুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী বক্তব্য রাখেন। পরে সারজিস আলম পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram