আগামী রোটাবর্ষের লে: গভর্নর প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন
যশোর,জেলা প্রতিনিধি: প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন রোটারী ইন্টারন্যাশনালের লেফট্যানেন্ট গভর্নর নির্বাচিত হয়েছেন। আগামী ২০২১-২০২২ রোটাবর্ষে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
আগামী বর্ষের গভর্নর ব্যারিস্টার মোত্তাসীম বিল্লাহ ফারুকী তাকে লেফট্যান্টে গভর্নর পদে দায়িত্ব দিয়েছেন।
রোটারী কাব অব যশোরের পাস্ট প্রেসিডেন্ট জাহিদ হাসান টুকুন গত ২০১৪-১৫ রোটাবর্ষে কাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০১৫-১৬ বর্ষে অ্যাসিসটেন্ট গভর্নর নির্বাচিত হন, ২০১৭-১৮ সালে ডেপুটি গভর্নর ও ২০১৯-২০ সালে লেফট্যানেন্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি রোটাবর্ষে তিনি গভর্নর স্পেশাল এইড হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার কর্মদক্ষতার কারণে আগামী রোটাবর্ষেও তিনি লেফট্যানেন্ট গভর্নর নির্বাচিত হয়েছেন। আসন্ন রোটাবর্ষে এ পদে দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ নিয়ে দু’বার তিনি লেফট্যানেন্ট গভর্নর পদে দায়িত্ব পালন করছেন।