আচার্য প্রফুল্লচন্দ্র গবেষণা পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ আচার্য প্রফুল্লচন্দ্র গবেষণা পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সাতক্ষীরার তালা শালিখা ডিগ্রী কলেজ মিলনায়তনে এক জরুরী সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ বিধান চন্দ্র সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী অধ্যাপক রণজিৎ কুমার মন্ডলকে সভাপতি ও প্রভাষক মনিব কুমার সেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট গবেষণা পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক প্রসাত কুমার মন্ডল, যুগ্ম-সম্পাদক প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক সিনিয়র শিক্ষক জিএম নজরুল ইসলাম, গবেষণা সম্পাদক প্রভাষক এসএম নূরুল্লাহ, অর্থ সম্পাদক ডাঃ মনি শংকর হরি, সদস্য প্রভাষক সেলিম রেজা, প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল, আইনজীবী সহকারী পঞ্চানন সরকার ও শিক্ষার্থী রিংকু মন্ডল। সভায় ৬ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।