২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

আজ নেইল পলিশ দিবস

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
জুন ১, ২০২৪
40
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

নিউজ ডেস্ক : নারীর সাজ-অনুসঙ্গ নেইল পলিশ। নানা রঙে নখ রাঙাতে এই প্রসাধনী বেছে নেন নারীরা। ১ জুন নেইল পলিশ দিবস হিসেবে পালিত হয়। এই দিনটিতে নারীরা তাদের নখে নেইল পলিস দিয়ে সাজিয়ে উদযাপন করে থাকেন। অনেকে নেইল পলিশ দেওয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন।

ঐতিহাসিকবিদদের মতে, ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে বা তারও আগে চিনে নখ সাজানো শুরু হয়। সমসাময়িক ব্যাবিলোনের যোদ্ধাদের নখ মরে যাচ্ছিল। তারা নখ ভালো রাখার জন্য বিভিন্ন রকম উপাদান দিয়ে নখ রাঙাতো।

১৮ শতকের শেষের দিকে নেইল পলিশ আধুনিক শিল্প ইউরোপের ধনীদের মধ্যে জনপ্রিয়তা পায়। ওই শতকের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও নেইল পলিশের ব্যবহার শুরু হয়। ১৯ শতকের গোড়ার দিকে প্যারিসে প্রথম নেইল সেলুন খোলা হয়।

২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেইল পলিশ ব্র্যান্ড ইসসি এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দিবসটি পালনে অনেকেই সাড়া দেয়।

তথ্যসূত্র : টুডে, ডেইজ অব দ্যা ইয়ার

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram