আটক ছাত্রনেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

ডেক্স রিপোর্টঃ কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে মশাল মিছিল থেকে আটক ছাত্র ইউনিয়ন ও ফ্রন্টের সাত নেতার মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
মানববন্ধন ও সমাবেশের আগে একটি মিছিল পল্টন থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
আজ শুক্রবার (৫ মার্চ) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আয়োজনে (সিপিবি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ
কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে মুশতাক আহমেদের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করা হয়।
এ সময় আটককৃত ছাত্র ইউনিয়ন নেতা তামজীদ হাসান চঞ্চলের বাবা জিয়া হাসান ও জয়িতা চক্রবর্তীর মা মমতা চক্রবর্তী বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ কখনই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো অগণতান্ত্রিক কালাকানুন মেনে নেয়নি, আগামীতেও নেবে না।
আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আজ এই আইন বাতিলের দাবিতে সোচ্চার হই। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।
সমাবেশে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্ব অন্যদের মধ্যে সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির ও প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন প্রমুখ বক্তব্য রাখেন।