যশোর প্রতিনিধিঃ ‘প্রতিকুল পরিস্থিতিতে নিজের রক্ষায় প্রস্তুত তারা। এখন তারা আর একা চলতে ভয় পায় না। চলার পথে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে শিখেছে আত্মরক্ষার কৌশল।’
নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ পেয়েছে যশোরের ২৫ কিশোরী। প্রশিক্ষণে তারা পেয়েছে ইতিবাচক মনোবল।
আরও পড়ুন>>>ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে আয়োজক সংগঠন ‘ইনস্টিউট ফর এনভায়রমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের( আইইডি)’ ১৬ দিন ব্যাপী নারী কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক ইয়াকুব কবির এর সভাপতিত্বে ও প্রশিক্ষ ইমরান হাসান টুটুলের সঞ্চালনায় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেয় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান বলেন ‘আমাদের সন্তানদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরণের আয়োজন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
