আনন্দ করতে ট্রলিতে উঠে জীবন গেল এক শিশু ছাত্রের
আব্দুল্লাহ আল মামুন,(মনিরামপুর) যশোর প্রতিনিধিঃ যশোরে বালির ট্রলির নিচে চাপা পড়ে সোলাইমান হোসেন (১০) নামে মাদরাসার এক শিশু ছাত্রের মৃত্যু হয়েছে।
শিশু ছাত্র সোলাইমান যশোরের মণিরামপুর উপজেলার পৌর এলাকার মোহনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সোলাইমান মাদানিনগর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রহমান মোড়ে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন>>>নড়াইলের কালিয়ায় অবশেষে মেয়র প্রার্থীতা প্রত্যাহার
স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মাদরাসা থেকে ছুটিতে বাড়ি আসে সোলাইমান। শুক্রবার সকালে মোহনপুর থেকে নিজেদের একটি ট্রলিতে বালি বোঝাই করে সাড়াপোল এলাকায় যাচ্ছিল চালক। আনন্দ করে সেই ট্রলিতে চড়ে দুই বন্ধুর সাথে যায় সোলাইমান।
ট্রলিটি কালারহাটের রহমান মোড়ে পৌঁছুলে রাস্তার উপর পড়ে যায় সে। তখন ট্রলির চাকা সোলাইমানের পেটের উপর দিয়ে উঠে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার পথে শিশুটির মৃত্যু হয়েছে।