২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নারীসহ ৬ বেসামরিক নিহত

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ৩, ২০২৪
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জারদান বলেন, “সোমবার বিকেলে কাবুলের কালা-ই-বখতিয়ার এলাকায় একজন হামালাকারী তার নিজের দেহের সঙ্গে সংযুক্ত শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।”

হামলার পর থেকে এখন পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি বলেও এএফপিকে নিশ্চিত করেছেন জারদান।

বস্তুত ২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানের জাতীয় ক্ষমতা দখলের পর থেকে ব্যাপক আকারে সহিংসতা শুরু হয়েছে সেখানে। প্রায় প্রতি সপ্তাহেই দেশটির কোথাও না কোথাও হামলা/আত্মঘাতী হামলার ঘটনা ঘটছে।

অধিকাংশ ক্ষেত্রে এসব হামলায় লক্ষ্যবস্তু বানানো হচ্ছে প্রধানত বেসামরিক, বিদেশি এবং ক্ষমতাসীন তালেবান বাহিনীর কর্মকর্তাদের।

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) খোরাসান শাখা (আইএসকেপি) এসব হামলার জন্য দায়ী বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তরা। এই গোষ্ঠীটির সঙ্গে তালেবান বাহিনীর চরম বৈরিতা রয়েছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram