`আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)' শার্শা উপজেলা কমিটি গঠন
নয়ন হালদার, বেনাপোল: আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় শার্শা উপজেলার বেনাপোল পর্যটন মোটেলে ‘আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)’ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করেছে। উপজেলা আহ্বায়ক বায়জিদ হুসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি আব্দুল কাদের।
নবগঠিত কমিটিতে বায়জিদ হুসাইন কে আহ্বায়ক, সাংবাদিক নয়ন চন্দ্র হালদার, মো: ফিরোজ ইফতেহার, সাইদুল ইসলাম, মোহাম্মদ ওমর ফারুক(UAE) ও মো: মাসুম বিল্লাহ কে যুগ্ম আহ্বায়ক, তরিকুল ইসলাম কে সদস্য সচিব, আল আমিন, মো: ইব্রাহিম হোসেন, মোঃ নিয়াজ মোর্শেদ, নিপা খাতুন কে যুগ্ম সদস্য সচিব, ইমরান নাজির, নারগিস, শরিফুল ইসলাম, মোহাম্মদ মাসুম বিল্লাহ , মো: আব্দুল্লাহ(লিবিয়া), কায়মুর রহমান( মালয়েশিয়া), মো: সম্রাট হোসেন, মো: সেলিম, মো: শাল্টু, মো: উজ্জ্বল হোসেন, মেহেদী হাসান, মো: আদম আলী ও মো: তৌহিদুর রহমান কে সদস্য করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।