২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

আয়না থাকুক ঝকঝকে

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
মে ২৭, ২০২৪
86
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

লাইফস্টাইল ডেস্ক : সবাইকে তাক লাগিয়ে দেওয়ার জন্য ত্বকের যত্ন বা সাজগোজ সবই চলে আয়নার সামনে। আয়নাটা নতুনের মতো পরিষ্কার থাকলেই আমাদের নিজেদেরকে দেখতে যেমন ভালো লাগবে, অন্যের কাছে রুচিও তুলে ধরবে।

অনেক সময় আয়নায় পানি বা কসমেটিকসের দাগ পড়ে যায়। জেনে নিন, প্রয়োজনের প্রিয় আয়নাটি কীভাবে পরিষ্কার রাখবেন:

• প্রতিদিনই বাইরের ধুলো এসে আয়নায় পড়ে, তাই নরম কাপড় দিয়ে দিনে একবার মুছে নিন
• সপ্তাহে একদিন আধা কাপ ভিনেগার এবং পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে আয়নায় স্প্রে করুন। এবার নিউজপেপার বা সুতি কাপড় দিয়ে আয়নটি মুছে ফেলুন
• আয়নার দাগ তুলতে এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন।

শুধু ‍আয়না নয়, চারদিকের ফ্রেমও ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram