৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার ১১ শতাংশের বেশি নয়

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ১৮, ২০২২
161
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার ১১ শতাংশের বেশি নয়
ছবি- সংগৃহীত | ছবি : আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার ১১ শতাংশের বেশি নয়

ডেস্ক রিপোর্টঃ আর্থিক প্রতিষ্ঠানসমূহকে গ্রাহক ও বিনিয়োগ বান্ধব করতে অবশেষে আমানত ও ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোন আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের ক্ষেত্রে ৭ শতাংশ এবং ঋণ ও বিনিয়োগের ক্ষেত্রে ১১ শতাংশের বেশি সুদ আদান প্রদান করতে পারবে না। চলতি বছরের জুলাই মাসের ১ তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আরও পড়ুন>>>শার্শায় শতাধিক শিশুর সাথে সেচ্ছাসেবী সংগঠন “বিবেক”এর ইফতার মাহফিল

প্রজ্ঞাপন অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত সংগ্রহ এবং ঋণের ক্ষেত্রে আগামী জুলাই থেকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমানা অতিক্রম করতে পারবে না। অর্থাৎ আগামী অর্থ বছর থেকে কোন আর্থিক প্রতিষ্ঠান নতুন করে আমানত গ্রহণ ও ঋণ বিতরণ করলে সেখানে সর্বোচ্চ সুদের হার যথাক্রমে ৭ শতাংশ ও ১১ শতাংশের অধিক হতে পারবে না।

তবে সেসব আমানত ও ঋণের মেয়াদ জুলাই মাসের ১ তারিখের আগে পূর্ণ হবে না সেসব ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর হবে না। আর নতুন নির্দেশনা মেনে চললে এসব প্রতিষ্ঠানের তহবিল ব্যবস্থাপনা খরচ ও খেলাপি ঋণের ওপর নিয়ন্ত্রণ আসবে বলে বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় বলা হয়েছে। এতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram