১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বানারীপাড়ায় আ`লীগ নেতার দখলীয় সেই খাল উদ্ধারে এসিল্যান্ডের উদ্যোগ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ২১, ২০২১
124
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিশাত শারমিন  উপজেলার উদয়কাঠীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা তালুকদারের অবৈধ দখলীয়  শত বছরের রেকর্ডিও খাল উদ্ধারের উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন>>>যশোরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন

তিনি  অভিযোগ পেয়ে  ২১ ফেব্রুয়ারী রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা তালুকদারকে নিজ উদ্যোগে খালটি দখলমুক্ত করার নির্দেশ দেন।

ওই নির্দেশের প্রেক্ষিতে তার সঙ্গে উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার সোমবারের মধ্যে ভরাট করা মাটি সরিয়ে খালটিকে পূর্বের রূপে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন।

আরও পড়ুন>>>নড়াইলে কুড়িরডোব মাঠে জ্বলবে লাখো মোমবাতি

এর আগে ২০ ফেব্রুয়ারি  শনিবার সকালে উদয়কাঠি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী  লীগের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার  জনগুরুত্বপূর্ণ খালের ভিতরে বাধ দিয়ে শ্রমিকের মাধ্যমে মাটি দিয়ে খাল ভরাট কাজ শুরু করেন।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও সহকারী কমিশনার(ভূমি) নিশাত শারমিনকে বিষয়টি মুঠোফোনে জানিয়ে খাল ভরাট কাজ বন্ধ করে দেন।

উল্লেখ্য ওই খালটি দিয়ে এলাকাবাসী চলাচল ও  খালের পানি কৃষি কাজে ব্যবহার করে থাকেন। এছাড়া খালটি এলাকার জলাবদ্ধতা নিরসনেও ভূমিকা রাখে।

সম্প্রতি জনগুরুত্বপূর্ণ  খালটি রক্ষায় এর ওপর  কয়েক লাখ টাকা ব্যয়ে সরকারীভাবে কালভার্ট নির্মাণ করা হয়েছে।

খালের সম্পত্তি নিজেদের মালিকানা দাবি করে তা ভরাট করে দখল চেষ্টা চালান ওই আওয়ামী লীগ নেতা। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

প্রভাবশালী ওই আওয়ামী লীগ নেতাকে বাধা দিতে ভয় পেয়ে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননীর শরনাপন্ন হন।

এদিকে জনগুরুত্বপূর্ণ খালটিকে অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত শারমিনকে কৃতজ্ঞচিত্তে সাধুবাদ জানিয়েছেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram