আলোচনায় ‘বজরঙ্গী ভাইজান’-এর মুন্নি

আলোচনায় 'বজরঙ্গী ভাইজান

বিনোদন ডেস্ক: সালমান খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে মুন্নি নামের চরিত্রটিকে আলাদাভাবে মনে রাখবেন বলিউড প্রেমীরা। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এতে মুন্নি চরিত্রে অভিনয় করেছিল হর্ষালী মালহোত্রা। ছবির সময় হর্ষালীর বয়স ছিল ৭। এখন ১২।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেছে হর্ষালী। দীপাবলি উৎসবে তার পোস্ট করা কয়েকটি ছবি নজর কেড়েছে নেটিজেনদের।

আরো পড়ুন: বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, তামিল অভিনেতা খুন

‘বজরঙ্গী ভাইজান’র এর জন্য ফিল্মফেয়ারে সেরা শিশু শিল্পীর পুরস্কার পায় হর্ষালী। কুবুল হ্যায়, লউট আও তৃষা-র মতো বেশ কয়েকটি ধারাবাহিক এবং বিজ্ঞাপণেও দেখা গেছে তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here