আল্লাহ নূর-কে সঠিক পথে রাখো তোমার কাছে এই দোয়া করি, আসিফ নজরুল

ডেক্স রিপোর্ট:  অন্যায়, অবিচার আর জুলুমের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়ায় সে। বারবার মার খায়, রক্তাক্ত হয়, জেলে যায়। একদিন সে বলেছিল এতো মার খেয়েছে যে, এককাতে বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না আজও।

তার কাছে সব প্রলোভন ছিল। সব সে প্রত্যাখান করেছে অসীম সততায় আর সাহসে। তার স্ত্রী আছে, আছে সন্তান। সব স্নেহজাল সে তুচ্ছ করেছে দেশের মায়ায়।

তবু তার বিরুদ্ধে বারবার অপপ্রচার হয়, হয় হয়রানির মামলা। ভদ্র, নম্র চেহারার মানুষজন সামান্য লোভে তার ‍বিরুদ্ধে মিডিয়ায় চালায় কুৎসিত মিথ্যাচার। ক্ষমতার দম্ভে থাকা অমানুষরা তার হাড্ডি মাংস খুলে খুলে খেতে চায়। চারপাশে হায়েনা, শুকর আর শকুনের মাঝে তবু অবিচল সে।
আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমাদের নূর-কে সঠিক পথে রাখো। তাকে রক্ষা করো। তাকে আরও শক্তিশালী করে দাও।
আল্লাহ, আমার দোয়া কবুল করো।
(ফেসবুক থেকে সংগৃহীত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here