ইনডোর প্ল্যান্টের উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক : বারান্দা কিংবা ছাদে অনেকেই শখ করে নানা প্রজাতির গাছ লাগান। কিন্তু ঘরের মধ্যেই যদি আপনি সবুজের সমারোহ দেখতে চান তাহলে আপনাকে হাত বাড়াতে হবে ইনডোর প্ল্যান্টের দিকে।
ইনডোর প্ল্যান্ট এর রয়েছে অনেক উপকারিতা। এসব গাছ ঘরের আলো-বাতাসকে যেমন দূষণমুক্ত রাখে, তেমনি ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে।
মানসিক চাপ কমাবে
ঘরে থাকা সবুজের সমারোহ আপনাকে মানসিক প্রশান্তি এনে দিতে পারে। ইট, পাথর কংক্রিটের শহর থেকে মুক্তি পেতে বাড়িতে ইনডোর প্ল্যান্টের বিকল্প নেই।
চোখের সুস্বাস্থ্য
চোখের দৃষ্টির প্রশান্তি ও যত্নের জন্য সবুজ রং অনেক গুরুত্বপূর্ণ। ব্যস্তময় জীবন থেকে হঠাৎ একটু বিশ্রামের জন্য ও চোখের সুস্বাস্থ্য নিশ্চিতে ইনডোর প্ল্যান্ট দারুণ কাজ করে।
পজিটিভ এনার্জি
বাস্তুশাস্ত্র মতে, কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলো ঘরে রাখলে পজিটিভ এনার্জি সহজে ঘরে প্রবশে করতে পারে। যেমন, লেমন গ্রাস, ইউক্যালিপটাস, অ্যালোভেরা ইত্যাদি।
মশা তাড়ায়
মশার যন্ত্রণা থেকে বাঁচতে কিংবা ঘরে কীট প্রত্যঙ্গের উপদ্রব বন্ধ করতে চাইলে সাইট্রোনেলা, ল্যাভেন্ডার, রোজমারির মতো ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন।
ঘর ঠান্ডা রাখে
অনেক ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো ঘর ঠান্ডা রাখতে পারে। ঘরকে প্রাকৃতিকভাবে শীতল রাখতে মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, রাবার ফিগ, অ্যারিকা পাম লাগাতে পারে।
গভীর ঘুম
ঘরে অক্সিজেন সরবরাহ বাড়াতেও মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, রাবার ফিগ, অ্যারিকা পামের মতো ইনডোর প্ল্যান্ট দারুণ কাজ করে। তাই গভীর ঘুমের জন্যও বেশ কার্যকরী এসব গাছ।