অনলাইন ডেক্স: ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন নৌবাহিনী কী ধরণের অস্ত্র কিনবে-এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন। ইরানের নৌ-বাহিনী শক্তি ও সামর্থ্যের দিক থেকে এমন পর্যায়ে পৌঁছেছে যে অন্য কারও কাছ থেকে অস্ত্র কেনার কোনো প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, অস্ত্র নিষেধাজ্ঞাকে নৌবাহিনী তামাশা বলে মনে করে। রিয়ার অ্যাডমিরাল খানযাদি আরও বলেন, এক সময় আমাদের অস্ত্র ও সরঞ্জামের খুব প্রয়োজন ছিল। কিন্তু এখন আমরা এমন পর্যায়ে পৌঁছেছি যে নিষেধাজ্ঞা থাকা বা না থাকাটা আমাদের কাছে গুরুত্ব বহন করে না। কারণ আমরা গোলা-বারুদ, টর্পেডো ও অত্যাধুনিক নৌযানসহ সব কিছু নিজেরাই তৈরি করেছি।
নৌ কমান্ডার বলেন, ইরানের তৈরি অস্ত্র খুবই ভালো মানের। এ কারণে অস্ত্র বাজারে ইরান ভালো করবে এবং ক্রেতা টানতে সক্ষম হবে। এর মাধ্যমে তিনি অস্ত্র কেনার চেয়ে অস্ত্র বিক্রির ওপর জোর দেন।
গতকাল থেকে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন ইরান যেকোনো দেশের সঙ্গে অস্ত্র ব্যাবসা করতে পারবে।
