৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ বিএনপি’র মেয়র প্রার্থী

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ৮, ২০২১
128
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
উচ্চ আদালতের দারস্থ বিএনপি
ফাইল ফটো | ছবি : উচ্চ আদালতের দারস্থ বিএনপি

জেলা প্রতিনিধি, যশোর : মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ হচ্ছেন যশোর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মারুফুল ইসলাম। মনোনয়নপত্র বহালে জেলা প্রশাসকের কাছে আপিল খারিজের পর সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল।

তিনি জানান, যশোর পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করেন তারা।

আরও পড়ুন>>>যশোরে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যাবসায়ী আটক

গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সেই আপিলের শুনানির পর আজ সোমবার (০৮ ফেব্রুয়ারী ) তা খারিজ করে দেন।

এই অবস্থায় দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা উচ্চ আদালতের দারস্থ হতে এখন ঢাকায় অবস্থান করছেন।
এর আগে মনোনয়নের বিষয়ে গতরবিবার জেলা প্রশাসকের উপস্থিতিতে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

আপিল শুনানিতে মারুফুল ইসলামের পক্ষে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে অ্যাডভোকেট দেবাশীষ দাস, মোহাম্মদ আলী, আনিছুর রহমান মুকুল ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু অংশ নেন।

আরও পড়ুন>>>ভ্যাকসিন নেওয়ার পর ২১জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া

এসময় সাবেরুল হক সাবু গণমাধ্যমকে জানিয়েছিলেন, এনসিসি ব্যাংকে ২৪ জানুয়ারি টাকা পরিশোধের জন্য জমা দেয়া হয়।
২ ফেব্রুয়ারি তাদের প্রার্থী টাকা পরিশোধের চিঠি হাতে পান। তবে নিয়ম অনুযায়ী এনসিসি ব্যাংক ওই ঋণ পরিশোধের চিঠি বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবে।

অথচ ব্যাংকের ওই চিঠি সংক্রান্ত জটিলতায় মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বহাল করতে শুক্রবার জেলা প্রশাসকের কাছে আপিল করেন মারুফুল ইসলাম।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram