উজিরপুরে কুপিয়ে হত্যার ঘটনায় ২ আসামীর আমৃত্যু-যাবজ্জীবন কারাদন্ড

উজিরপুরে-২আসামীর-যাবজ্জীবন

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ খলিল সিকদার নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় ১ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

আজ রোববার (১৩ ডিসেম্বর) বরিশালের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলম এ রায় ঘোষনা করেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম জানান দণ্ডিতদের মধ্যে
১। উজিরপুরের দক্ষিন কুড়ালিয়া এলাকার বাবুল শেখকে আমৃত্যু কারাদণ্ড ও ১ লাখ টাকা
জরিমানা।

২। মশাং এলাকার আঃ হান্নান খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ এপ্রিল রাত ৯টার দিকে উজিরপুর উপজেলার মশাং এলাকার মন্ডল বাড়ির পাশে মোঃ খলিল সিকদারকে ডেকে নিয়ে যায় দন্ডিত আসামীরা।

পরবর্তীতে তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে হত্যা করা হয়।
যে ঘটনায় পরের দিন নিহত খলিলের স্ত্রী মোসাঃ ছাহেরা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১০ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় দুইজনকে সাজা প্রদান করেন এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় বাকি আসামীদের খালাস প্রদান করেন।

আরওপড়ুন:
যশোর কেশবপুরে ঘের নিয়ে উত্তেজনা যে কোন মুহুর্ত্বে সংঘর্ষের আশঙ্কা
হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকাল
যশোর কেশবপুরে ঘের নিয়ে উত্তেজনা যে কোন মুহুর্ত্বে সংঘর্ষের আশঙ্কা
নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here