১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

এই গরমে ঘামে-ধুলায় পারফিউম লাগবেই

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ২, ২০২১
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
এই গরমে ঘামে ধুলায় পারফিউম লাগবেই
সংগৃহীত ছবি | ছবি : এই গরমে ঘামে ধুলায় পারফিউম লাগবেই

লাইফস্টাইল ডেস্কঃ এই গরমে ঘামে-ধুলায় খুব অসস্তিতে থাকতে হয়। বাইরে গেলে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে অবশ্যই পারফিউম বা সুগন্ধি লাগবেই।

আরওপড়ুন>>>পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
এই গরমে ঘামে ধুলায় পারফিউম লাগবেই
পারফিউম বেশি সময় স্থায়ী করতে যা করবেন
*গোসলের পরে সুগন্ধি ব্যবহারে অনেক বেশি সময় স্থায়ী হবে
* পোশাক পরার পর পারফিউম ব্যবহার করবেন
*কবজির ভেতর দিক, ঘাড়ের পাশ, নাভির নিচ, হাঁটুর পেছনের স্থানগুলো উষ্ণ, তাই এখানে পারফিউম লাগালে গন্ধ অনেকক্ষণ থাকে
* পারফিউম ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে বেশিক্ষণ। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধি লাগিয়েছেন তার ওপর নন-সেন্টেড ময়েশ্চারাইজার লাগিয়ে নিন
* চুলে সরাসরি পারফিউম স্প্রে করবেন না,প্রয়োজনে হেয়ার ব্রাশে পারফিউম স্প্রে করে নিন,সেই ব্রাশ দিয়ে চুল আচড়ে নিন।

আরওপড়ুন>>>চট্টগ্রামের সীতাকুন্ডে ৪ হাজার ৭৯৫ পিস হলুদ ইয়াবাসহ ২জন আটক

কেনার সময় অবশ্যই ভালো ব্র্যান্ডের পারফিউম নিবেন। ভালো ব্র্যান্ডের একটি পারফিউমের দাম দুই হাজার থেকে শুরু। অন্ধকার, ঠাণ্ডা, শুকনো জায়গায় পারফিউম রাখুন। এতে সুগন্ধ অনেকদিন পর্যন্ত পরিবর্তন হবে না।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram