এই জাতীয় পার্টি এরশাদের না : বিদিশা এরশাদ
ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এখন লাইফ সাপোর্টে চলে গেছে। বর্তমানে যে জাতীয় পার্টি আছে সেটি এরশাদের জাতীয় পার্টি না।
শুক্রবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছেলে এরিক এরশাদকে নিয়ে রংপুরে এরশাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন তিনি।
বিদিশা এরশাদ বলেন, ‘জাতীয় পার্টিকে পুরনো রূপে ফিরিয়ে আনতে আমি এরিক এরশাদকে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যাবো। জাতীয় পার্টিকে সু-সংগঠিত করতে সারাদেশে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতাদের ডোর-টু-ডোর যাবো।’
এরিক এরশাদ বলেন, ‘আজ জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা রংপুরে এসেছি। বাবার কবর জিয়ারত করেছি। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমার বাবাকে বেহেস্ত নসিব করেন।’
এর আগে এরশাদের কবর জিয়ারত শেষে পুষ্পস্তবক অর্পণ করেন বিদিশা ও এরিক। পরে তারা পল্লী নিবাস বাসভবনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এ সময় হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর আহমেদ সিদ্দিকী, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক অ্যাডভোকেট রুবায়েত হাসান, প্রেস সচিব এএসএম সায়েম সাকলায়েম উপস্থিত ছিলেন।