একটি মহৎ উদ্যোগে বিউটি কুইন ক্যাটরিনা কাইফ
বিউটি কুইন ক্যাটরিনা কাইফ আলোচনায় এলেন এবার একটি মহৎ উদ্যোগের সঙ্গে জড়িত হওয়ার খবরে।
লকডাউনের কর্ম বিরতিহীন সময়ে নানা সামাজিক সামাজিক কর্মকাণ্ডে দেখা গেছে বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীকে। যাদের মধ্যে অন্যতম একজন বলিউডের বিউটি কুইন ক্যাটরিনা কাইফ।
লকডাউনের আগে থেকেই ভারতের সুবিধা বঞ্চিত অঞ্চলগুলোর নারী শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছিলেন ক্যাটরিনা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুম্বাই মিরর তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, বর্তমানে ভারতের কিছু সুবিধাবঞ্চিত অঞ্চল চিহ্নিত করছেন তিনি। এই কর্মকাণ্ডে ক্যাটরিনার সঙ্গে কাজ করছে ভারতের একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান।
বর্তমানে ৭ লাখ ৫০ হাজার স্কুল শিক্ষার্থীদের নিয়ে কাজ করছেন তারা। তাদের এই উদ্যোগের মধ্যে রয়েছে শিশুদের মধ্যে খাদ্যসচেতনতা, লিঙ্গ বৈষম্য নিয়ে সচেতনতা তৈরি করা।
উল্লেখ্য, লকডাউন থেকে ফিরে ইতিমধ্যে সিনেমার শুটিংয়ে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন ক্যাট। সামনেই একটি সুপার হিরোভিত্তিক সিনেমার জন্য দুবাই যাওয়ার কথা রয়েছে তার।
এছাড়াও শিগগিরই মুক্তি পাবেই অক্ষয় কুমারের বিপরীতে তার অভিনীত 'সূর্যবংশী' নামের একটি সিনেমা।