২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

একাদশ শ্রেণির ভর্তিতে আবেদনের সময়সীমা বাড়লো

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
জুন ১০, ২০২৪
40
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্টাফ রিপোর্টার : চলতি শিক্ষাবর্ষে অনলাইন মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রথম ধাপের আবেদনের সময়সীমা দুইদিন বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ১৩ জুন রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার (১০ জুন) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৩ জুন বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে, তারা এ সময়ের মধ্যে আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বানও জানানো হয়েছে। বলা হয়েছে, বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ভুয়া ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় বহন করবে না।

এদিকে সবশেষ শনিবার (৮ জুন) রাত ১১টা পর্যন্ত কলেজে ভর্তি হতে ১২ লাখ ১৭ হাজার ৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা ৬৬ লাখ ৩০ হাজর ৬৬৪টি পছন্দক্রম দিয়েছেন। মোট আবেদনকারীর মধ্যে সফলভাবে পেমেন্ট সম্পন্ন করেছেন ১২ লাখ ৯ হাজার ৬১৫ জন শিক্ষার্থী। একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, প্রথম ধাপে আবেদন করা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ২৩ জুন রাত ৮টায়। এরপর তাদের নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। এরপর ৩০ জুন দ্বিতীয় ধাপে আবেদন শুরু হয়ে চলবে ২ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে ৪ জুলাই রাত ৮টায়। এছাড়া তৃতীয় ধাপে ৯ ও ১০ জুলাই আবেদন গ্রহণের পর ১২ জুলাই ফল প্রকাশ করা হবে।

তিন ধাপে আবেদনের ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram