একুশে পদকে ভূষিত হলেন ভাষা সৈনিক এ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ
রিপন বিশ্বাস (কালিয়া) নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা কৃতি সন্তান ও সংগ্রামী ভাষা সৈনিক এ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ একুশে পদকে ২০২১ (মরণোত্তর) ভূষিত হন।
মরহুম এ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ নড়াইল জেলার চাঁচড়া গ্রামে ১৯১৪ সালে জন্মগ্রহন করেন।
তিনি নড়াইল মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালীন সভাপতি ছিলেন। তাঁর সন্তানেরাও স্ব স্ব ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রেখে গেছেন। বড় ছেলে শহীদ বুদ্ধিজীবী সাঈফ মিজানুর রহমান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নির্মমভাবে নিহত হন। শহীদ মিজান ইতোপূর্বে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।
আরও পড়ুন>>>যশোরের ১৫৫৫ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহিদ মিনার
আফসার উদ্দিনের মেজ ছেলে সাঈফ হাফিজুর রহমান খোকন স্বাধীনতাপূর্ব বামপন্থী ছাত্র আন্দোলনে যুক্ত থেকে আইয়ুব শাহীর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টির হয়ে পরপর দুবার সাংসদ হন এবং বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন।
ছোট ছেলে সাঈফ ফাতেউর রহমান শিক্ষাবিদ হিসাবে গবেষণাসহ জাতীয় পর্যায়ে অনেক সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন>>>যশোর কেন্দ্রীয় কারাগারে অগ্নিকাণ্ডে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
কন্যা আফরোজা পারভীন পপি বাংলাদেশ সরকারের প্রশাসন ক্যাডারে (যুগ্মসচিব) গুরুত্বপূর্ণ সরকারী দায়িত্ব পালন শেষে অবসরে আছেন। তিনি একজন স্বনামধন্য লেখিকা এবং তাঁর লেখা অনেক বই পাঠকসমাদৃত হয়েছে।
খাল-যোগানিয়া সমাজ কল্যান ক্লাবের সভাপতি বিপ্লব বিশ্বাস বলেন, আফসারউদ্দিন আহমেদকে ভাষা সংগ্রামী হিসাবে রাষ্ট্রীয় সম্মান প্রদান করায় সরকারের প্রতি নড়াইলবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সেই সাথে আমরা নিজেদের গর্বিত মনে করছি।
আরও পড়ুন>>>বড়লেখায় পরগনাহী দৌলতপুর মাদ্রাসার ৭১তম মাহফিল ৮ ফেব্রুয়ারী
লোহাগড়া উপজেলা কবি সাহিত্যিক লোকজশিল্পী সমন্বয় পরিষদ, খাল-যোগানিয়া সমাজ কল্যাণ ক্লাব ও নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ নিসরাপ এর পক্ষ থেকে ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ এর আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং সরকারের এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নড়াইল কবি সাহিত্যিকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন।