বেনাপোল ভবারবেড় থেকে ১কেজি ভারতীয় গাঁজা সহ ১জন আটক
এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ যশোরের বেনাপোল ভবারবেড় গ্রামের হাড়ি হাটা থেকে ১কেজি ভারতীয় গাঁজাসহ ভবারবেড় গ্রামের মোঃ জুলু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র্যাব-৬ সদস্যরা।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী জুলু ভবারবেড় গ্রামের মোঃ রুস্তম হোসেন এর ছেলে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর রাতে টার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন হাড়ি হাটার সামনে অভিযান পরিচালনা করে ১কেজি ভারতীয় গাঁজাসহ জুলু নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।
আরও পড়ুন:
খাবারের লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী কে ধর্ষনের চেষ্টা
২০২১ শিক্ষাবর্ষে ভর্তি ও টিউশন ফি বাড়ছে না
যশোর র্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:
রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ যাচ্ছেন বিয়ানীবাজারের রিমন
কলারোয়ায় কৃষককে গলা কেটে হত্যা
Very interesting details you have observed, appreciate it for posting.Blog monry