এলপিজি গ্যাসের দাম বাড়ল ৪৪ টাকা
প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২, ২০২৪
39
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
ডেস্ক রিপোর্টঃ দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সোমবার দুপুরে এলপিজির নতুন এ দাম ঘোষণা করা হয়, যা কার্যকর হবে সন্ধ্যা থেকে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।
২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।
গত মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা। আর জুলাইয়ে ভোক্তা পর্যায়ে ১ হাজার ৩৬৬ টাকায় ১২ কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি করা হয়।
গরম খবর