ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের সজাগ থাকার আহবান
ইবাদুর রহমান জাকির: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, ‘দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কাজের গতিবিধি সর্ম্পকে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনা ওয়াকিবহাল রয়েছেন। বিশ্বাস করি বড়লেখার আওয়ামী পরিবারের লোকজন সুদৃঢ় বন্ধনে আবদ্ধ আছেন। কোনো অপশক্তি এ বন্ধন নষ্ট করতে পারবে না। তবে মনে রাখবেন যেখানে যত ভালো পরিবেশ থাকে, সেটা রক্ষা করার জন্য তত বেশি সজাগ থাকতে হয়’।
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সমর্থনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন, পৌরসভা নির্বাচনে বঙ্গবন্ধুর প্রশ্নে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে এবং আওয়ামী লীগের প্রশ্নে কেউ আপস করবেন না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সকলকে সজাগ থাকতে হবে। জেগে ঘুমালে চলবে না। জেগে ঘুমালে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে’।
তিনি আরও বলেন, ‘যেখানে গ্যাপলা থাকবে সেখানে ষড়যন্ত্রকারীরা ঢুকে পড়বে। তাই আমরা বিজয়ের মাসে শপথ নিয়ে সবাই ঐক্যবদ্ধ থেকে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং কামরান ভাইকে জয়ী করে আমাদের নেত্রীকে উপহার দেব। সে লক্ষ্যে সকলে মাঠে কাজ করুন। হাসিমুখে সফলতা নিয়ে যেন নেত্রীর কাছে যেতে পারি’।
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দিন।বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সদস্য আজিজুস সামাদ ডন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ উপাধ্যক্ষ একেএম হেলাল, আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপুল, বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।অপরদিকে রাত ৭টায় শহরের আহমদ ম্যানশনের সম্মুখে নৌকার সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ। সভা সঞ্চালনা করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দিলিপ দে।