‘বুলেটপ্রুফ কফি’ কমাতে পারে আপনার অতিরিক্ত ওজন

ওজন কমাতে বুলেটপ্রুফ কফি
ফাইল ফটো

লাইফস্টাইল ডেস্কঃ কোনো যুদ্ধ বা গুলি বিনিময়ের ঘটনা নয় এটা বুলেটপ্রুফ কফি। আপনি ভাবছেন সেটা আবার কী? যারা বাড়তি ওজন নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য আদর্শ ‘বুলেটপ্রুফ কফি’।

বিশেষজ্ঞদের মতে এ কফি ওজন কমানো থেকে শুরু করে কর্মক্ষমতা বাড়াতে পান করতে পারেন।

জেনে নিন কীভাবে তৈরি করবেন এ বুলেটপ্রুফ কফিঃ

‌যা লাগবে
কফি গুঁড়া এক চা চামচ, কফিমেট ৩ চা চামচ, চিনি এক চা চামচ (ইচ্ছা), গরম পানি এক মগ। আধা চা চামচ মাখন ও ১ টেবিল চামচ নারকেল তেল।

পদ্ধতি
প্রথমে মগে কফি গুঁড়া নিয়ে সামান্য পানি দিয়ে বিট করে নিন। গরম পানিতে কফিমেট ভালো করে মিশিয়ে কফির মগে ঢেলে দিন। চিনি দিয়ে এবার মাখন এবং তেল মিশিয়ে নিলেই তৈরি আপনার বুলেটপ্রুফ কফি।

নিয়মিত ‍‌এ কফি পানে ক্ষুধা কম লাগবে, খাবারের চাহিদাও থাকবে কম। এর স্বাদও কিন্তু সাধারণ কফির চেয়ে বেশি। বিশেষ এ কফি আপনার পছন্দের পানীয়ের তালিকায় আসতে খুব ‍একটা সময় নেবে না।

আরও পড়ুনঃ
খুলনায় স্কুল ছাত্রী গণধর্ষণের ঘটনায় তিন আসামির আদালতে স্বীকারোক্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here