খুলনা পাইকগাছার কপিলমুনি বাজারের অস্থায়ী স্থাপনা অপসারণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা পাইকগাছার কপিলমুনি বাজারস্থ নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকার অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে।
অপরদিকে পৌর সদরে যত্রতত্র মটর যান রেখে জন ভোগান্তি সৃষ্টি করায় ৩ মটর সাইকেল চালককে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন>>>প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির সুযোগ আসছে : গণশিক্ষা প্রতিমন্ত্রী
আজ বৃহস্পতিবার(১৪ জনুয়ারী) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম কপিলমুনি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় সরকারি জায়গার ওপর অস্থায়ী স্থাপনা অপসারণ করেন।
বিকালে তিনি পৌর বাজারে অভিযান চালিয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে যত্রতত্র মটর সাইকেল পার্কিং করে জনভোগান্তি সৃষ্টি করায় ৩ মটর সাইকেল চালককে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সার্ভেয়ার কাওছার আহম্মেদ ও পেশকার প্রতুল জোয়াদ্দার।
আরও পড়ুন>>>
ঝিনাইদহ পৌর নির্বাচনকে ঘিরে লাশের পরে লাশ
যশোরে চেতনায় ৭১ নামে একটি সামাজিক সংগঠনের মানববন্ধন
বাগেরহাটে সুপারি বাগান থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার