কপিলমুনিতে ধর্ষণ নির্যাতন বিরোধী সমাবেশ
শেখ খায়রুল ইসলাম কপিলমুনি(খুলনা)প্রতিনিধিঃ পাইকগাছার কপিলমুনির পুলিশ ফাঁড়ীর উদ্যেগে মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ে ধর্ষণ নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়।
ধর্ষণ নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠানে ওসি মোঃ এজাজ শফির সভাপতিত্বে শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোড়ল মিলায়নতনে অনুষ্টিত হয়েছে।
উক্ত সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল উদ্দীন,প্রধান বক্তা জেলা পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ,বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম,খালিদ হোসেন সিদ্দীকি,সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা মোঃ আরাফাতুল আলম,পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ,থানা আওয়ামী লীগের সহ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়াদ্দার,প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা,কপিলমুনি আওয়ামী লীগ সভাপতি যুগোল কিশোর দে,প্রেস ক্লাব সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু,শেখ খায়রুল ইসলাম, প্রভাষক রেজাউল করিম খোকন,ইউপি সদস্য আঃ আজিজ,মাছুমা খাতুন,সহ সকল সাংবাদিক সুধী জন উপস্থিত ছিলেন। এ সময় ধর্ষণ নির্যাতন বিরোধী সমাবেশে বিভিন্ন গ্রাম হতে আগত স্কুল ছাত্রীদের অভিভাবক,সহ সকল পর্যায়ের মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মত।