ডেস্ক রিপোর্টঃ বসন্তবরণ উৎসবে এসে কবিতা আবৃত্তি করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। কবি শামসুর রাহমানের ‘পারবে কি রুখে দিতে’ শিরোনামের কবিতাটি আবৃত্তি করেন তিনি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও কলেজের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন প্রফেশনাল ভবনে বসন্ত উৎসব ১৪২৯-এ প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আরও পড়ুন>>>নারী আইপিএলের নিলামে দল পাননি বাংলাদেশের একজনও
শিক্ষামন্ত্রীর কবিতা আবৃত্তি শুনে মুহুর্মুহু হাত তালিতে ভরে ওঠে মিলনায়তনে। এর পর শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমাদের ষড় ঋতু আছে। আমাদের এই ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে বাঙালি—আমাদের সব ঋতুর জন্য গান আছে, কবিতা আছে, বিভিন্ন ঋতুর খাবার আছে, নানান ঋতুর নানান সাজ আছে। সব মিলিয়ে বারবার একেকটা ঋতু আসে, এবং আমাদের জানিয়ে দেয় যে, আমরা বাঙালি, আমাদের যে সংস্কৃতি তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। এতে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা, শামা রহমান। কবিতা আবৃত্তি করেন প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তাফা। এছাড়া কলেজ শিক্ষার্থীরা নৃত্য ও নাটক পরিবেশন করেন।
