কভার্ডভ্যান দিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে ৩ ব্যবসায়ীর শ্রমিক অসন্তোষের নাটক
ডেস্ক রিপোর্ট : যশোর বড় বাজার মাড়োয়ারি মন্দির ছোট্ট গলিতে বড় বড় ট্রাক ঢুকিয়ে বিদ্যুৎ এর তার ছিড়ে, সরকারি রাস্তার কাল্ভাট ভেঙ্গে পুলিশ থেকে বাঁচতে শ্রমিক অসন্তোষের নাটক সাজান ৩ জন ব্যবসায়ী।
এলাকাবাসী জানান, প্রতিদিন ভোর রাতে বাজারের রাম পোদ্দার, নন্দ সাহা ও সোহান ইসলামের চিনি আসে। চিনির গাড়িতে ছোট গলি রাস্তার ব্যপক ক্ষতি হয়েছে। রাস্তার তিনটি কালভার্ট ভেঙ্গে ফেলেছে।
গত ২ দিন আগে রাস্তার বিদ্যুৎ এর তার ও ডিসের তার ছিড়ে ফেলেন। এই নিয়ে এলাকাবাসী তাদের গাড়ি দোকান থেকে ১০ হাত দূরে রাস্তার মোড়ে রাখতে অনুরোধ করে। কিন্তু আজ সকালে তারা আবার ভাঙ্গা কালভার্ট অতিক্রম করে গাড়ি নিয়ে এসে কারেন্টের খাম্বায় মারে। তখন তাদের গাড়ি সড়িয়ে না নিয়ে গেলে পুলিশকে জানানো হবে বলে জানান এলাকার মিঠুন।
এ বিষয়ে মিঠুন বলেন, তারা রাস্তার প্রায় কোটি টাকার সরকারি ক্ষতি করেছেন। ৩ টি কালভার্ট ভেঙ্গে ফেলেছে। বিদ্যুৎ এর খুটি ভেঙে নিমতলীর মতো পরিস্থিতি সৃষ্টি হবে। রাম পোদ্দারের চোরাই চিনি রাতে নামানো হয়। বছর কয়েক আগে তিনি ৩০০ বস্তা চোরাই চিনি সহ আটক হন।