১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

পাইকগাছায় করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ১০, ২০২০
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
পাইকগাছায় করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন
| ছবি : পাইকগাছায় করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
করোনাভাইরাস মহামারি শেষ হতে আরো বহু সময় বাকি। কখন শেষ হবে সেটাও কেউ বলতে পারে না।

কোনো কোনো দেশে এখনও প্রচুর সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। যেসব দেশ ভাইরাসটিকে ইতোমধ্যে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, তাদের মধ্যেও সংক্রমণ দ্বিতীয় দফায় ফিরে আসা নিয়ে ভীতি রয়েছে।

একে বলা হচ্ছে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ।

শতবর্ষ আগে স্প্যানিশ ফ্লু-ও দ্বিতীয় দফায় ফিরে এসেছিল এবং তাতে প্রথম দফার চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

পাইকগাছা উপজেলা প্রশাসন এর উদ্যোগ

করোনাভাইরাস ২য় দফা সংক্রমন যাতে মারাত্মক অবস্থা ধারণ না করে সেজন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে  পাইকগাছা উপজেলা প্রশাসন।

সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে সোমবার থেকে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাস্ক ব্যবহারে বাধ্য করা হচ্ছে জনসাধারণকে।

এমনকি অর্থদন্ড করা হচ্ছে অনেককে। এর ফলে হঠাৎ করে এলাকায় বেড়ে গিয়েছে মাস্ক এর চাহিদা।

অফিস আদালতের সেবা গ্রহণ থেকে শুরু করে বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হচ্ছে সবাইকে। করোনা সংক্রমন প্রতিরোধে প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর
নির্দেশনায় মঙ্গলবার বিকালে পৌর বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও সহকারী (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এ সময় তিনি মোড়ে মোড়ে দাড়িয়ে থেকে
পথচারী সহ সর্বসাধারণকে মাস্ক ব্যবহার করতে বাধ্য করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় ১০জনকে জরিমানা করেন।

অনেককে তিনি নিজেই মাস্ক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার এএসআই পলাশ, পেশকার প্রতুল জোয়াদ্দার, আনসার ও ভিডিপি দলনেতা লিটন গাজী।

 

আরো পড়ুন:
যশোরে কর্মশালায় কথা বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মমতাজ আলী
আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১০ জন
নতুন দায়িত্বে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
যশোরের বেনাপোলে জাল নোটসহ মহিলা আটক
অবৈধ ভাবে ভারত যাওয়ার পথে চারজন নারীসহ পাঁচজন আটক
শীতের আগমনে শার্শার গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

৫ comments on “পাইকগাছায় করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন”

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram