২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

করোনার নতুন ধরন নিয়ে বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ২৩, ২০২০
151
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
করোনার-নতুন রূপ-ডব্লিউএইচও
করোনার-নতুন রূপ-ডব্লিউএইচও | ছবি : করোনার-নতুন রূপ-ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেক্স:  করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আলোচনা করতে সদস্যদের বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনকে কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে কৌশল ঠিক করতে আলোচনা করা হবে ডব্লিউএইচওর বৈঠকে।

ডব্লিউএইচওর এক মুখপাত্র বলেছেন, তথ্য ভাগাভাগিতে সহায়তার উদ্দেশ্য নিয়ে বৈঠকটি সাজানো হয়েছে।

ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ এ বিষয়ে একটি টুইট করেছেন। তিনি তাঁর টুইটে বলেছেন, আমাদের হাতে আরও ভালো তথ্য না আসা পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ সীমাবদ্ধ রাখা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছি।

আরও পড়ুন>>>
নড়াইল লোহাগড়ায় ৫ শিক্ষক ভূয়া সনদে চাকুরীতে, খাচ্ছেন সরকারী বেতন-ভাতা

এদিকে, করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর অর্ধশতাধিক দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ-নিষেধাজ্ঞা দিয়েছে। বন্ধ করা হয়েছে বিমান চলাচল।

এক বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, খাদ্য, ওষুধ, জ্বালানির মতো গুরুত্বপূর্ণ মালামাল সরবরাহের জন্য আটকে থাকা পণ্যবাহী সব যানবাহনকে ঢোকার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত।

ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ বলেছেন, গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ও জরুরি ভ্রমণ চালু থাকা উচিত।

এদিকে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো করোনার নতুন ধরনের বিরুদ্ধে তাদের তৈরি টিকার কার্যকারিতা পরীক্ষায় তৎপর হয়ে উঠেছে।

ডব্লিউএইচও বলছে, টিকার কার্যকারিতার ওপর করোনার নতুন ধরনের কোনো প্রভাব আছে কি না, তা নির্ধারণের মতো যথেষ্ট তথ্য এখন পর্যন্ত তাদের হাতে নেই।

করোনার নতুন ধরন সম্পর্কে গত সপ্তাহে তথ্য দেয় যুক্তরাজ্য সরকার। গত শনিবার দেশটি জানায়, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি। এ কারণে চিন্তিত হয়ে পড়ে যুক্তরাজ্য।
করোনার নতুন ধরন যুক্তরাজ্যের বাইরে একাধিক দেশে ছড়িয়েছে। এ অবস্থায় ৪৪টির বেশি দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ-নিষেধাজ্ঞা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

৩৬ comments on “করোনার নতুন ধরন নিয়ে বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা”

  1. VOCAL77 hadir untuk melayani para pecinta togel di seluruh Indonesia. VOCAL77 hanya menyelenggarakan Lottery dari negara-negara yang menyediakan hasil lottery yang legal dan sah seperti SINGAPORE49, SINGAPORE45, HONGKONG dan SYDNEY. VOCAL77 telah beroperasi sejak tahun 2015 dengan menyelenggarakan pembukaan account Taruhan Togel yang dilakukan secara online. Kami berkomitmen untuk memberikan pelayanan terbaik dan memuaskan kepada seluruh member kami dengan di dukung oleh staff kami yang profesional dan handal

  2. Cyberchase is an animated science fantasy children's television series that airs on PBS Kids. The series centers around three children from Earth: Jackie, Matt and Inez, who are brought into Cyberspace, a digital universe, in order to protect it from the villainous Hacker (Christopher Lloyd).[4] They are able to foil Hacker's schemes by means of problem-solving skills in conjunction with basic math, environmental science and wellness. In Cyberspace, they meet Digit (Gilbert Gottfried for the first 13 seasons, Ron Pardo since season 14), a "cybird" who helps them on their missions.[5]

  3. Cyberchase is an animated science fantasy children's television series that airs on PBS Kids. The series centers around three children from Earth: Jackie, Matt and Inez, who are brought into Cyberspace, a digital universe, in order to protect it from the villainous Hacker (Christopher Lloyd).[4] They are able to foil Hacker's schemes by means of problem-solving skills in conjunction with basic math, environmental science and wellness. In Cyberspace, they meet Digit (Gilbert Gottfried for the first 13 seasons, Ron Pardo since season 14), a "cybird" who helps them on their missions.[5]

  4. Cyberchase is an animated science fantasy children's television series that airs on PBS Kids. The series centers around three children from Earth: Jackie, Matt and Inez, who are brought into Cyberspace, a digital universe, in order to protect it from the villainous Hacker (Christopher Lloyd).[4] They are able to foil Hacker's schemes by means of problem-solving skills in conjunction with basic math, environmental science and wellness. In Cyberspace, they meet Digit (Gilbert Gottfried for the first 13 seasons, Ron Pardo since season 14), a "cybird" who helps them on their missions.[5]

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram