করোনায় আক্রান্ত নায়ক ফারুক
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আজ সোমবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা আজ সোমবার সন্ধ্যায় সাধীন কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ফারুক৷ কয়েকদিন ভালো ছিলেন। কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে গতকাল রোববার তার রিপোর্ট পজিটিভ এসেছে।
ফারুকের স্ত্রী ফারহানা ফারুকেরও করোনা টেস্ট করা হলে আজ রিপোর্ট এসেছে তিনি কোভিড-১৯ নেগেটিভ।
রূম্পা বলেন, 'চাচার শারীরিক অবস্থা ভালোই আছে। তার শরীরে অন্যান্য জটিলতা থাকায় বাড়তি সতর্কতা হিসেবে আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি চিকিৎসকদের পরামর্শে। সবার কাছে দোয়া চাই চাচার জন্য।'