১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

করোনা ভ্যাকসিন নাকে দেয়ার ট্রায়াল শুরু করেছ ভারত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ১১, ২০২১
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান বায়োটেক ইন্ট্রান্যাসাল বা নাকের ভেতর করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে।

বুধবার থেকে প্রথম ধাপের এই ট্রায়াল শুরু হয়েছে। ১০ জন স্বেচ্ছাসেবক এই ট্রায়ালে অংশ নিয়েছেন প্রথম দিনে। খবর আনন্দবাজার পত্রিকার।

পাটনা, চেন্নাই এবং নাগপুরেও খুব শিগগিরই এই পরীক্ষা শুরু করতে যাচ্ছে ভারত বায়োটক। সবুজ সংকেত পেলেই নাগপুরে কোম্পানিটি এই পরীক্ষা শুরু করবে বলে জানা গেছে।

দেশজুড়ে ১৭৫ জন স্বেচ্ছাসেবককে পরীক্ষামূলক এই ধাপে ভ্যাকসিন দেয়া হবে।

ট্রায়ালে সফল হলে তা হলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে একটি ‘গেম চেঞ্জার’ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

‘ইন্ট্রান্যাসাল’ এই ভ্যাকসিনের কথা আগেই জানিয়েছিলেন ভারত বায়োটেকের প্রধান কৃষ্ণ এল্লা। ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সঙ্গে যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন তৈরির কথা জানিয়েছিলেন তিনি।

তিনি আরও বলেছিলেন, দ্রুত এই ভ্যাকসিন নিয়ে পরীক্ষা শুরু করবেন তারা।

অবশেষে বুধবার থেকে ইন্ট্রান্যাসাল ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল। এল্লা দাবি করেছিলেন, গবেষণায় দেখা গেছে নাক দিয়ে ভ্যাকসিন প্রয়োগের বিষয়টি সবচেয়ে ভালো পদ্ধতি। কারণ, নাকের মধ্য দিয়েও করোনার সংক্রমণ ঘটে।

করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য যে দু’টি প্রতিষ্ঠানের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার, তার মধ্যে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন অন্যতম।

দু’টি করে ডোজ দেয়া হচ্ছে এই ভ্যাকসিনের। নাকের ভেতর দিয়ে যে ভ্যাকসিন দেয়া হবে, সে ক্ষেত্রেও দু’টি ডোজই নিতে হবে বলে জানিয়েছেন এল্লা।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram