কলারোয়ায় যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:কলারোয়া উপজেলায় কমিউনিটি পর্যায়ে শিশু পাচার, বাল্যবিবাহ ও নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বিকেলে রাইটস যশোর সংস্থার মুক্তি সাউথ এশিয়া প্রকল্প কর্তৃক আয়োজিত কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের দক্ষিন জালালাবাদ গ্রাম সমিতির হল রুমে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১২০জন নারী পুরুষ অংশ গ্রহন করেন। উক্ত সভায় কুইজ প্রতিযোগিতা ৫ নারীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে জালালাবাদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মশিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব মো: আমিনুর রহমান, শিক্ষক আহসান হাবিব ,ইউপি সদস্য ছালমা বেগম , শিক্ষকা রহিমা খাতুন, জালালাবাদ মহিলা মাদ্রসা , রাইটস যশোর এর প্রোগ্রাম সমন্বয়কারী দেবব্রত ঢালী প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইটস যশোর এর মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।