কলারোয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার,মর্গে প্রেরণ

কলারোয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৬০/৬৫ বছর বয়সী ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন পাগল বলে স্থানীয়রা সাংবাদিকদের জানান। কলারোয়া সরকারি কলেজ এলাকার আকবর সরদারের মিলের মোড়ের একটি দোকানের বারান্দায় পড়ে থাকা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা আরো জানান, গত ৩/৪দিন ধরে অজ্ঞাত ওই ব্যক্তিকে উল্লিখিত স্থানের আশপাশে বসে থাকতে দেখা গেছে। কিছু জিজ্ঞাসা করলেও কোন কথা বলতো না। কেউ কিছু দিলে খেতো। শনিবার বিকাল ৪টার দিকে আকবর সরদারের তেল মিলের পাশের একটি দোকানের বারান্দায় ওই পাগল লোকটিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় সংবাদ দিলে সন্ধ্যায় পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। কলারোয়া থানা পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে কলারোয়া থানা চত্বরে এনে রাখা হয়। রবিবার সকালে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here