৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

কলারোয়ায় মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ১০, ২০২০
90
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
কলারোয়ায়-মুখোমুখি-সংঘর্ষে-নিহত
| ছবি : কলারোয়ায়-মুখোমুখি-সংঘর্ষে-নিহত

সাতক্ষীরা,কলারোয়াঃ সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল ও নছিমের সাথে মুখোমুখি সংঘর্ষে আরিফুল ইসলাম আরিফ (১৭) নামে এক মাদরাসা ছাত্র নিহত ও এক কলেজ পড়ুয়া ছাত্র আহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রায়টা টু কুশোডাঙ্গা রোড়ে এ দূর্ঘটনাটি ঘটেছে।

নিহত মাদরাসা ছাত্র আরিফুল ইসলাম আরিফ (১৭) উপজেলার রায়টা বিশ্বস পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

প্রক্ষ্যদর্শীরা জানান, নতুন একটি অ্যাপাচি মোটর বাইক নিয়ে দ্রুতগতিতে রায়টা টু কুশোডাঙ্গা রোড়ে যাচ্ছিলো দুই যুবক। পথিমধ্যে অপরদিক থেকে আসা দ্রত গতির একটি নছিমনের তাদের সামনে থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালকসহ দুইজন মাটিতে আচড়ে পড়ে।

পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে কর্তব্যরত চিকৎসক মাদরাসা ছাত্র আরিফুল ইসলাম আরিফ (১৭) কে মৃত ঘোষনা করেন।

এসময় তার সাথে থাকা আহত অপর বন্ধু উপজেলার মেহমানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (২০) কে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা জেনারেল হাসপাতালে পাটানো হয়। এঘটনার পরে ঘাতক নছিমন চালক ঘটনা স্থান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

পরে খবর পেলে সন্ধ্যায় কলারোয়া থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।

আরওপড়ুন:
অ্যালার্জি থাকলে করোনার ভ্যাকসিন নেওয়া যাবে না
গৃহবধু সুজনা হত্যায় স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন
যশোরের বাঘারপাড়ায় নৌকা প্রতীকের এক কর্মী নিহত

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram