৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

কলারোয়ায় সীমান্তে বিএসএফ কর্তৃক ২ নারী হস্তান্তর

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ৫, ২০২১
79
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
কলারোয়ায় সীমান্তে বিএসএফ কর্তৃক ২ নারী হস্তান্তর
| ছবি : কলারোয়ায় সীমান্তে বিএসএফ কর্তৃক ২ নারী হস্তান্তর

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ায় সীমান্তে পতাকা বৈঠকে ২ নারীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় বিএসএফ। ওই নারীরা অবৈধ ভাবে গত ৩জানুয়ারী বেলা ১টার দিকে ভারতে প্রবেশকালে টহলরত বিএসএফ সদস্য কর্তৃক আটক হয়। পরে তাদের ৪ জানুয়ারী সন্ধ্যার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। মঙ্গলবার সকালে কাঁকডাঙ্গা বিওপির হাবিলদার নাছিরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এর এর ৭আরবির সন্নিকটে এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই ২ নারীকে হস্তান্তর করে বিএসএফ। এরা হলেন- কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের শরিফুল সরদারের স্ত্রী পপি সরদার (২৪) ও বোয়ালিয়া গ্রামের সুরুত আলী সরদারের মেয়ে ফাতেমা খাতুন (২৯)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খারুল কবীর জানান-আটককৃত ২ নারীর বিরুদ্ধে বিজিবির হাবিলদার নাছিরুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram