কলারোয়া পৌর নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের মতবিনিময় সভা
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৮জানুয়ারী) সকাল ১১ টায় জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন-জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার নাজমুল কবির, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আফজাল হোসেন।
আরও পড়ুন>>>চট্টগ্রামের( চসিক) নির্বাচন অনিয়মের মডেল : মাহবুব তালুকদার
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসসহ দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য,আগামী ৩০জানুয়ারী কলারোয়া পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রের ৯জন প্রিজাইডিং অফিসারসহ ৬৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১২৬ জন পোলিং অফিসার মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে এবার ২১ হাজার ২৮০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার অনুমতি পেয়েছে।
আরও পড়ুন>>>যশোরে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, শহরময় ময়লার ভাগাড়