কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১,কাউন্সিলরে ২৮জনর মনোনয়ন সংগ্রহ
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় পৌরসভায় নির্বাচনী তফসিল ঘোষণার পরে শুরু হয়েছে প্রার্থীদের দৌড় ঝাঁপ।
রবিবার (২০ডিসেম্বর) বিকালে কলারোয়া পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক, শ্রমিকনেতা ও সমাজসেবক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
তিনি তার ভাই কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের মাধ্যমে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছ থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
আরও পড়ুন>>>
যশোরের শার্শায় পাঁচ লক্ষ আমরেকিান ডলার সহ দুই পাচারকারী আটক
এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, কলারোয়া রিপোর্টাস কাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান-প্রথম দিনেই মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
তিনি আরো বলেন-পৌর সভার ৯টি ওয়ার্ডের মধ্যে ২৮জন পুরুষ ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহন করেছেন।
উল্লেখ্য-আগামী ৩০জানুয়ারী কলারোয়া পৌরসভার সাধারণ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুন>খুলনায় শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের সভা অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়ি হামলা ও ভাংচুর