কাউখালীতে প্রতিবন্ধীর সবজী ক্ষেত লবন দিয়ে নষ্ট করার চেষ্টা
জিয়াদুল হক,(পিরোজপুর) কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে সবজি খেতে লবন দিয়ে সবজী ক্ষেত নষ্ট করার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা।
জানা গেছে কাউখালীউপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের মেঘপাল গ্রামের মৃত আয়জদ্দিন আকনের ছেলে প্রতিবন্ধী আঃ মান্নান তিনি ১০ শতাংশ জমির উপরে সবজি চাষ করে আসছিলেন।
কিন্তু গত রবিবার (১৩ ডিসেম্বর) রাতে এলাকার দুষ্কৃতিকারীরা লবন দিয়ে তার সবজি ক্ষেত বিনষ্ট করার চেষ্টা করেছে।
প্রতিবন্ধী আঃমান্নান জানান আমি গত রবিবার সকালে ক্ষেতে প্রতিদিনের মত পানি দিতে যাই তখন আমার চোখে পড়ে তাজা লবন ছিটিয়ে আমার সবজি ক্ষেত নষ্ট করেছে।
মান্নান আরও বলেন আমি একজন প্রতিবন্ধী মানুষ কৃষিক্ষেত করে আমার সংসার চালে,আমি তো কারোর ক্ষতি করিনাই, কিন্তুু আমার সাথে কেন শত্রুতামি করা হলো
আমি এর বিচার চায়।
সয়না রঘুনাথপুর এলাকার ইউপি সদস্য আঃ রহমান বলেন, আমি সবজি ক্ষেতে গিয়ে দেখেছি অনেক পরিমান লবন দেওয়া হয়েছে বিষয়টি খুবই নিন্দনীয় ।
আরও পড়ুন:
খুলনার পাইকগাছায় ৩০ বছরের মধ্যে এটাই প্রথম পরিবহন ডাকাতি
শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোর জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ
জাতির শ্রেষ্ঠ সন্তানরা পেলো বিজয় দিবসের উপহার
স্বাধীনতার ৫০ বছর পরও আজও বহাল তবিয়তে স্বাধীনতা বিরোধী রাজাকাররা
যশোর-মাগুরা রোডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু