পিরোজপুরের কাউখালীতে ৯ লাখ টাকার অবৈধ কারেন্ট জালে আগুন দিলো : কোস্টগার্ড
মীর জিয়াদুল হক,কাউখালী, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও কচা নদীতে কোষ্ট গার্ড ও মৎস অধিদপ্তরের যৌথ অভিযান ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ডিসেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা, কচা ও কালী গঙ্গা এবং নেছারাবাদের কিছু এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে এ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সদস্যরা।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল জানান, আমরা এই করোনা ভাইরাসের ভিতরেও সরকারের মৎস সম্পদ রক্ষা করার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জোলাগাতী, পাঙ্গাশিয়া ও বেকুটিয়া এলাকায় সন্ধ্যা ও কচা নদীতে কোষ্ট গার্ড ও মৎস অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালানো করা হয়। এ সময় যৌথ অভিযানে প্রায় ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা।
জালগুলো স্থানীয় লঞ্চঘাট এলাকার খাদ্য গোডাউনের সামনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
আরও পড়ুন>>>
রাবণ দয়ালু ছিলেন এমন মন্তব্য করায় মামলা খেলেন বলিউডের নবাব সাইফ আলি খান
যশোর শিক্ষাবোর্ডসহ বিভিন্ন কলেজে বিজয় দিবসের আলোচনা সভা
I like this site very much, Its a very nice billet to read and
get information.Blog monry