কালকিনিতে হত্যা মামলায় দুই আসামী গ্রেফতার

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে মৎস্যজীবী লীগ নেতা মোঃ মানিক সরদার হত্যার ঘটনায় মামলা দায়েরের ৫ ঘন্টার মধ্যে দুইজন আসামীকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার আলীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রামের অনুকুল মুন্সীর ছেলে ওয়াসিম মুন্সী ও একই ইউনিয়নের কোলচুরি সস্তাল গ্রামের তজিমউদ্দিন ঢালীর ছেলে মকবুল ঢালী।
মামলা ও পুলিশ সুত্রে জানা যায়,মামলা দায়েরের পর কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালায়। এসময় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ওই এলাকার রাজারচর ও সস্তাল থেকে মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেন।
উল্লেখ্য গত সোমবার দিবাগত রাতে উপজেলা মৎস্যজীবী লীগের সহ সভাপতি মোঃ মানিক সরদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ হত্যাকান্ডের ঘটনায় নিহত  মানিক সরদারের স্ত্রী সুমা বেগম বাদী হয়ে ১৭জনকে আসামী করে বুধবার সকালে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, মানিক সরদার হত্যা মামলার দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here