কালিয়ায় টক্কর সাপসহ একজন গ্রেফতার
রিপন বিশ্বাস (নড়াইল)কালিয়া প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানা এলাকায় অভিযান চালিয়ে ১ টি টক্কর সাপসহ মোস্তফা শেখ নামে একজন কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম।
গত বৃহস্পতিবার ৭ (জানুয়ারি) রাত ৯ টার দিকে নড়াগাতি থানা এলাকায় অভিযান চালিয়ে একটি টক্কর সাপ উদ্ধার ও ১ আসামী কে আটক করা হয়।
আটক মোস্তফা শেখ, নড়াইল জেলার নড়াগাতি থানার পুটিমারি গ্রামের মৃত মমরেজ শেখের ছেলে ।
জানাযায় গোপন তথ্যের ভিত্তিতে,নড়াইলের পুলিশ সুপারের নির্দেশে এ এস আই আনিস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ এস আই মাহফুজুর রহমান, এ এস আই শরিফুল ইসলাম, বখতিয়ার,বিকাশ,শিবলি, সরোয়ার সহ নড়াগাতি থানার পুটিমারি গ্রাম হইতে,১ টি টক্কর সাপ সহ মোস্তফা শেখ কে আটক করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিস বলেন আসামীকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তার নিজ বসতঘরে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে ৮ মাস যাবত সুকৌশলে একটি টক্কর সাপ লালন পালন করে আসছে,, জিজ্ঞাসাবাদে তার জবানবন্দি টক্কর সাপ টি উদ্ধার দেখিয়ে নড়াগাতি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Real superb information can be found on site.Blog range