৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

নড়াইলের কালিয়ায় পৌষপার্বন পিঠা উৎসব ও ধর্মীয় আলোচনা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ১৫, ২০২১
132
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
কালিয়ায়-পৌষপার্বন-পিঠা-উৎসব
গ্রাম বাংলার হারানো ঐতিহ্য পৌষপার্বন | ছবি : কালিয়ায়-পৌষপার্বন-পিঠা-উৎসব

রিপন বিশ্বাস (কালিয়া ) নড়াইল প্রতিনিধি:

        গ্রাম বাংলার হারানো ঐতিহ্য পৌষপার্বনে পিঠা উৎসব
        কৃষান কৃষানির আনন্দ যা বর্তমান প্রজন্মের নিকট অতীত

 

হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষ পিঠা

বাঙ্গালী জাতির প্রাণকাড়া এ হারানো উৎসবকে পুনরুদ্ধারে মাঠে নেমেছে নড়াইলের কালিয়ার খাল-যোগানিয়া বটতলা সর্বজনীন মন্দিরে সাংস্কৃতিক গোষ্ঠী।

তারই ধারাবাহিকতায় কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের খাল-যোগানিয়া মাঠে আজ শুক্রবার (১৫ জানুয়ারী) সকাল থেকে উৎসব মুখর পরিবেশে পিঠা উৎসব ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

উৎসব মুখর পরিবেশে পিঠা উৎসব

এ উৎসবের প্রধান অতিথি ছিলেন বাঐসোনা ইউপি চেয়ারম্যান ও নড়াগাতী থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুরকান মোল্লা ।
শ্রী শ্রী দুলাল নন্দী সভাপতিত্বে বিশেষ অতিথির ও ধর্মীয় আলোচনা করেন খাল-যোগানিয়া বটতলা সর্বজনীন মন্দীরের ধর্মীয় শিক্ষক শ্রী শ্রী ধীরেন্দ্রনাথ মল্লিক ।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক উত্তম কুমার ধর (খাল-যোগানিয়া বটতলা সর্বজনীন মন্দিরে সভাপতি), শিমুল কুমার পালিত (খাল-যোগানিয়া বটতলা সর্বজনীন মন্দিরে সাধারণত -সম্পাদক ), সরীফপুর কমিউনিটি ক্লিনিকের হেল্থ অফিসার গোবিন্দ কুমার বিশ্বাস, ইউপি সদস্য গৌরাঙ্গ বেপারী,সমাজসেবক রতন কুমার ধর ও বিজন ধরালী, খাল যোগানিয়া সমাজ কল্যাণ ক্লাবের প্রতিষ্ঠাতা আশিষ কুমার নন্দী।

আরও উপস্থিত ছিলেন খাল যোগানিয়া সমাজ কল্যাণ ক্লাবের সদস্যরা যথা- বিপ্লব বিশ্বাস, উজ্জ্বল ধর, রিপন কুমার মিত্র, সন্দীপ কুমার মিত্র,রিপন কুমার হাজরা, জগন্নাথ কুমার শীল ও দৈনিক স্বাধীন কন্ঠে প্রতিনিধি রিপন বিশ্বাস প্রমুখ।

এ অনুষ্ঠানে লোকজনের মাঝে শতাধিক মাস্ক বিতরন করা হয়।সন্ধ্যায় অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram