কালিয়ায় শ্রীশ্রী শ্যামা পুজা উপলক্ষে তিনদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

রিপন বিশ্বাস, (নড়াইল) কালিয়া প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের সরীফপুর গ্রামে মুক্তিধাম ত্রিমোহনা মহাশ্মশানে ১৬তম শ্রী শ্রী শ্যামা পুজার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে প্রতি বছরে ন্যায় এবারো আগামী কাল বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারী থেকে একটানা তিনদিন ব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠান ও কবি গান উদযাপিত হবে।
আরও পড়ুন >>>বাতিল হচ্ছে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব
ধর্মীয় অনুষ্ঠান যেমনঃ
১। রামায়ন গান
২। পদাবলি কৃর্ত্তন গান
এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব বি এম কবিরুল হক মুক্তি ( সংসদ সদস্য নড়াইল ১ আসন)।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন এ্যাডঃ সুভাষ চন্দ্র বােষ ( সভাপতি , নড়াইল জেলা আওয়ামী লীগ, ও সভাপতি রামকৃষ্ণ মিশন নড়াইল),
বাবু কৃষ্ণ পদ ঘোষ (চেয়ারম্যান উপজেলা পরিষদ , কালিয়া , নড়াইল), মােসাঃ সােহেলী পারভীন নীরি (মহিলা ভাইস চেয়ারম্যান , উপজেলা পরিষদ কালিয়া) জনাব ইব্রাহীম শেখ (ভাইস চেয়ারম্যান , উপজেলা পরিষদ , কালিয়া ),
জনাব সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু (সাবেক উপজেলা চেয়ারম্যান , তেরখাদা , খুলনা) জনাব মােঃ নাজমুল হুদা ( উপজেলা নির্বাহী কর্মকর্তা , কালিয়া , নড়াইল) বাবু বিশ্বজিৎ সাহা ( সভাপতি উপজেলা হিন্দু , খ্রীষ্টান ঐক্য পরিষদ , কালিয়া), বাবু মলয় চৌধুরী ( উপ - সচিব , বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রধান মন্ত্রীর কার্যালয় , ঢাকা), বাবু উৎপলেন্দু ঢালী ( সিনিয়র প্রিন্সিপাল অফিসার , সােনালী ব্যাংক , কালিয়া , নড়াইল), ডাঃ পূর্ণেন্দু বিশ্বাস ( সহকারী অধ্যাপক , পঙ্গু হাসপাতাল , ঢাকা), জনাব হাসমত আলী ( ইউপি সদস্য , কলাবাড়ীয়া ইউপি) বাৰু পাৰ্থ পােদ্দার ,(ইউ.পি সদস্য , বাঐসােনা ইউপি), বাবু গৌর বেপারী ( ইউ.পি সদস্য,বাঐসােনা ইউ , পি) শ্রীমতি মালতী বিশ্বাস( , মহিলা সদস্য , কলাবাড়ীয়া ইউ.পি), উপদেষ্টা মন্ডলীগন বাবু হরেন চন্দ্র চক্রবর্তী , (যােগানীয়া), বাবু শৈলেন বিশ্বাস ,(ডুটকুরা),বাবু গােবিন্দ বিশ্বাস ( ডুটকুরা), বাবু বিনােদ বিহারী রায় ( পদ্মবীলা),বাবু অতিকায় মল্লিক( বলর্দ্ধনা),বাবু রতন কুমার বিশ্বাস (গৌরিপুর), বাবু দুলাল বিশ্বাস , (কানাইপুর) প্রমুখ ।
সার্বিক তত্ত্বাবধয়ানে আছে জনাব শাহ্ মোঃ ফোরকান মোল্লা(চেয়ারম্যান, ৯নং বাঐসোনা ইউ.পি ও সাধারণ সম্পাদক নড়াগাতী থানা আওয়ামী লীগ) ও জনাব এ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েস( চেয়ারম্যান, ৮নং কলাবাড়িয়া ইউ.পিও সাধারণ সম্পাদক, নড়াইল জেলা আইন সমিতি)।