১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

কালিয়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ৫, ২০২১
108
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
কালিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণ
প্রতীকী ছবি | ছবি : কালিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণ

রিপন বিশ্বাস,(কালিয়া) নড়াইল:নড়াইলের কালিয়া পৌরসভার উথলি এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অসুস্থ অবস্থায় রাতেই তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এছাড়া ভূক্তভোগী মেয়েটির আলামত সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন>>>যশোরের চৌগাছা স্কুলের গাছ কেটে টাকা আত্মসাতের অভিযোগ

পুলিশ ও স্বজনরা জানান,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া পৌরসভার উথলি এলাকায় ওই স্কুলছাত্রীকে একই গ্রামের পূর্বপরিচিতি নিশান শেখ (১৭) মোবাইল ফোনে বাড়ির পাশে ডেকে নিয়ে যায়। সেখানে নেয়ার পর নিশানসহ তার বন্ধুরা মিলে পালাক্রমে ধর্ষণ করে।

আরও পড়ুন>>>অর্থ আত্মসাত মামলায় ইউসিবিএল ব্যাংকের সাবেক কর্মকর্তা কারাগারে

গণধর্ষণের এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়।ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরলে ভূক্তভোগী স্কুলছাত্রী বাড়িতে ফিরে আসে।

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, এ ঘটনায় ভূক্তভোগীর বাবা ঘটনার রাতেই বাদি হয়ে পাঁচজনের নামে মামলা দায়ের করেন।

আরও পড়ুন>>>যশোরে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

এছাড়া অজ্ঞাতনামা দুইজন আসামি রয়েছে। এর মধ্যে নিশান শেখ, বাপ্পী সিকদার ও নাঈম শেখ এই তিনজন কে গ্রেফতার করেছে পুলিশ।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram