কালিয়া উপজেলায় চাচুড়িয়া ইউনিয়নে জাতীয় স্মার্ট কার্ড বিতরণ
রিপন বিশ্বাস, কালিয়া(নড়াইল): নড়াইল কালিয়া উপজেলার ভোটার তালিকা হালনাগাদ/২০১৯ কার্যক্রমে নিবন্ধিত যাদের জন্ম ০১/০১/২০০২ খ্রিঃ বা তার পূর্বে এমন ভোটার যারা, তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার সুজন বিশ্বাস।
আজ বৃহস্পতিবার(৭ জানুয়ারী) থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে, আগামী ০৯ জানুয়ারী পর্যন্ত চলবে এ কার্যক্রম।
কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের সকল নতুন ও পূরাতন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছে চাচুড়িয়া পুরুলিয়া মাধ্যমিক বিদালয়ের মাঠ প্রাঙ্গণে।
নির্ধারিত তারিখে ভোটার নিবন্ধন স্লিপ (ফরম-০৫) অথবা পেপার লেমিনেটিড জাতীয় পরিচয়পত্র সহ ভোটারদের সকল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ (মাস্ক পরিধান) করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।