নড়াইলের বাঐসোনা ইউনিয়নে জাতীয় স্মার্ট কার্ড বিতরণ
রিপন বিশ্বাস,(নড়াইল) কালিয়া,প্রতিনিধি: নড়াইল কালিয়া উপজেলার ভোটার তালিকা হালনাগাদ/২০১৯ কার্যক্রমে নিবন্ধিত যাদের জন্ম ০১/০১/২০০২ খ্রিঃ বা তার পূর্বে এমন ভোটার যারা, তাদের এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার সুজন বিশ্বাস।
আজ শুক্রবার ১১ডিসেম্বর থেকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নে ৬নং, ৭নং ও ৮ন ওয়ার্ড নতুন ভোটারদের মাঝে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছে যোগানিয়া ডি. এন মাধ্যমিক বিদালয়ের মাঠ প্রাঙ্গণে।
নির্ধারিত তারিখে ভোটার নিবন্ধন স্লিপ (ফরম-০৫) অথবা পেপার লেমিনেটিড জাতীয় পরিচয়পত্র সহ ভোটারদের সকল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ (মাস্ক পরিধান) করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।
আরও পড়ুন:
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল
অ্যালার্জি থাকলে করোনার ভ্যাকসিন নেওয়া যাবে না
আর্জেন্টিনার মুদ্রা পেসোর নোটে ম্যারাডোনার ছবি
বরিশালের নতুন পুলিশ সুপার মারুফ হোসেন
যশোরের বাঘারপাড়ায় নৌকা প্রতীকের এক কর্মী নিহত